গাজায় আল আহলি হাসপাতাল ও বেসামরিক নাগরিকদের আশ্রয়স্থলে ইসরাইলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে পাঁচ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনির স্বাস্থ্যমন্ত্রণালয়। ওই হাসপাতালে ৪ হাজারের বেশি ফিলিস্তিনি চিকিৎসা ও যুদ্ধ থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলো।

এদিকে, রসদ ফুরিয়ে আসায় স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে গাজাবাসী। এ অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া যুদ্ধ বিরতির প্রস্তাব দিলেও সেখানে ভেটো দিয়েছে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা। ইসরাইলের সমর্থনে বুধবার তেল আবিব সফরে যাবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমানবাহিনীর নির্বিচার বিমান হামলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত ৩ হাজার ফিলিস্তিনির মৃত্যুর তথ্য জানিয়েছিল হামাস। এরমধ্যেই হাসপাতালে চালানো হলো ভয়াবহ হামলা।