প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সৈনিক। এজন্য শিশুদের উপযুক্ত শিক্ষা ও দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে সরকার। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। যুদ্ধের অস্ত্র কেনার পরিবর্তে সেই অর্থে সারাবিশ্বের শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতের দাবী জানান প্রধানমন্ত্রী।
শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজন। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় আইসিটি মন্ত্রণালয়ে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
বছরব্যাপী অনুষ্ঠিত শিশুকিশোরদের বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের শেখ রাসেল পদক ও স্মার্ট বাংলাদেশ পুরস্কারও প্রদান করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে শেখ রাসেলের স্মৃতিচারণ করেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের উপযুক্ত শিক্ষায় মানুষ করতে হবে। শিশুর্দের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করতে হবে।
সরকার প্রধান বলেন, সামরিক শাসকরা ক্ষমতায় আসার পর দেশে, শিশুদের সঠিক ইসিহাস জানতে দেয়নি।
যুদ্ধে অস্ত্রের পেছনে খরচ না করে সেই অর্থ সারা বিশ্বের শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতে ব্যয় করতে বিশ্ব নেতাদের আহবান জানান প্রধানমন্ত্রী।
পরে শেখ রাসেলকে নিয়ে তথ্যচিত্র ও ত্রিমাত্রিক এনিমেশন চিত্র দেখানো হয়। একটি ভিডিও বার্তায় শেখ রাসেলের সাথে নিজের স্মৃতিচারণ করেন ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা অশোক কুমার তারা। শেখ রাসেলকে নিয়ে লেখা ‘স্মরণের আবরণে শেখ রাসেল’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রাধনমন্ত্রী শেখ হাসিনা।