ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোনালদিনহো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় রোনালদিনহোকে প্রধানমন্ত্রী বলেন, আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।

ক্রীড়াক্ষেত্রে অসামান্য উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন ও নারীদের ফুটবলে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন রোনালদিনহো ।

বুধবার সন্ধ্যায় গণভবনে এ সাক্ষাৎ হয়। এর আগে বিকেলে ঢাকায় পৌঁছান বিশ্বনন্দিত ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদিনহো।