সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হুমকি বা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
আজ বৃহস্পতিবার(১৯শে অক্টোবর) সকালে রাজধানীর পুরান ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, হুমকি বা শঙ্কা না থাকলেও সব শঙ্কা মাথায় রেখেই নিরাপত্তা জোরদার করা হয়েছে ।
তিনি আরও বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২৪৮টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে।
হাবিবুর রহমান বলেন, মহালয়া থেকে বৃহস্পতিবার পর্যন্ত এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল, আগামীকাল থেকে ৫ দিন ব্যাপী মহাষষ্ঠী থেকে বিজয়া দশমীতে বিসর্জন পর্যন্ত পুরো সময় ডিএমপি আনসার ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে।