আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন ভুল পথে চলছে। বিএনপির নেতাদের আন্দোলন ছেড়ে নির্বাচনের পথে আসার আহবান জানান তিনি। বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নানা উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ১৫ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, দলটি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে যে আন্দোলন করছে, তা ভুল পথ। এই ভুল পথ ছেড়ে দিয়ে নির্বাচনে অংশ নেয়ার আহবান জানান ওবায়দুল কাদের।
এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ২৮ অক্টোবর সরকারের নয়, বিএনপির পতনযাত্রা শুরু হবে।
বিগত ১৫ বছর ধরে সরকার বিএনপির আন্দোলনের হুমকির মধ্যে আছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, জনগণের সম্পৃক্ততা না থাকায় তাদের আন্দোলন ব্যর্থ।