বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণে কানাডার দুই পুলিশ কর্মকর্তাতেক ডেকে পাঠানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।

তাদের সাক্ষ্য গ্রহণে আগামী ৩০ অক্টোবর তারিখ রেখেছেন ঢাকার নবম বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান। ওই পুলিশ সদস্যরা হলেন- কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কেবিন দুগ্গান ও লয়েড সোয়েপে।

গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে চুক্তির মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।

২০০৮ সালের ৫ই মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে দুদক। ওই চুক্তির ফলে রাষ্ট্রীয় কোষাগারের ১৩ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে অভিযোগ আনে দুদক।