শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল (রোববার) সারাদেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।
আজ (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। এতে বলা হয়েছে, অতীতের ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও অষ্টমী পূজার দিন রবিবার (২২শে অক্টোবর) ঢাকাসহ সারাদেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ঘোষণা অনুযায়ী আগামীকাল দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।