সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি পুরোহিতের সঙ্গে কথা বলে পূজার খোঁজখবর নেন। তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধানমন্ত্রী মঞ্চে পৌঁছালে তাকে নৃত্যসংগীতে স্বাগত জানানো হয়।
আজ রবিবার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
সারাদেশে পাঁচ দিনব্যাপি পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। দেবী দুর্গার আগমনের পর মহাসপ্তমী শেষ হয়েছে। আজ রবিবার সকাল থেকেই দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে দিনটির ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজাও হয় এদিন। সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে দিনটি পালিত হচ্ছে।