শারদীয় দুর্গোৎসবে মহানবমীর সকালে মন্দিরে ও মণ্ডপে অনুষ্ঠিত হয় দেবীর অর্চনা। ধর্মীয় আচার শেষে দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। ঢাকের বাদ্যে মুখর মণ্ডপগুলো। কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার ৫ দিনের উৎসব। তাই নবমীর দিনে পুজা মণ্ডপে বিদায়ের সুর কিছুটা বাজতে শুরু করেছে ভক্তদের মনে।
হেমন্তের শিশির ভেজা সকালে মন্দির ও মণ্ডপে উলুধ্বনী, শঙ্খ আর ঢাকের বাদ্যে শুরু হয় শারদীয় দুর্গাপূজার মহানবমীর আনুষ্ঠানিকতা। রাজধানীর মণ্ডপগুলোতে দেবী দুর্গার আশির্বাদ নিতে ছুটে আসেন ভক্তরা। অর্ঘ্য নিবেদন করেন দুর্গার চরণে।
ফুল-বেলপাতা-দুর্বাসহ নানা উপাচারে দেবীর পূজা করেন ভক্তরা। সনাতন শাস্ত্র মতে, মহা নবমীর তিথিতে দেবতুল্যদের আশীর্বাদ করেন দেবী দুর্গা।
মহানবমীর এই তিথিতে বিহিত পুজা ও অঞ্জলি নিবেদনসহ নানা আনুষ্ঠানিকতায় পূজা সম্পন্ন করেন আয়োজকরা।
ধর্মীয় আচার শেষে দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। শঙ্খ আর উলুধ্বনিতে মহামায়ার আরাধনা করেন। দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থণা করা হয়।
মহানবমির দিনে পুজার আনন্দের সাথে মিশে আছে বিদায়ের সুর। একদিন পরই বিদায় নেবেন দেবী।
মঙ্গলবার মর্ত্য ছেড়ে কৈলাশে ফিরে যাবেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এই উৎসব।