তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। আজ মঙ্গলবার (২৪শে অক্টোবর) তাইওয়ানের পূর্ব উপকূলে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে আরও বলা হয়, ভূমিকম্পটি তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টির ভূপৃষ্ঠের ৫.৭ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।
এদিকে ভূমিকম্পের জেরে রাজধানী তাইপেইয়ের মেট্রো পরিষেবার ট্রেনগুলো সাময়িক বন্ধ রাখা হয়। কিছু সময় পরে স্বাভাবিক হয়ে যায় বলে শহর কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে আঘাত হানা ভূমিকম্পে ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল। এছাড়া ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে তাইওয়ানে ২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।