বিএনপির চলমান আন্দোলন গণতন্ত্র রক্ষা নয় বরং ধ্বংস করার জন্য বলে মন্তব্য করেছেন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার পতনের হুমকি দিয়ে লাভ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী।

বিকেলে, বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগের বর্ধিতসভায় তিনি এসব বলেন। এসময় ওবায়দুল কাদের বলেন, আগামী ২৮শে অক্টোবর কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করলে ছাঁড় দেয়া হবে না।

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি সভা সমাবেশের সুযোগ পাচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।