পটুয়াখালী-১ সংসদীয় আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৬শে নভেম্বর। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পহেলা নভেম্বর, বাছাই হবে দোসরা নভেম্বর আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ই নভেম্বর।

মঙ্গলবার (২৪ শে অক্টোবর) কমিশনের সভা শেষে এই সময়সূচী জানান নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, আইনি বাধ্যবাধকতা থাকায় শেষ সময়ে এসেও এই আসনের উপনির্বাচন করতে হচ্ছে।

এদিকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেশে আছে কি নেই এই নিয়ে কমিশনে মতবিরোধ দেখা দিয়েছে। কোন কোন কমিশনার শঙ্কা না দেখলেও কেউ কেউ মনে করেন নির্বাচনের পরিবেশ প্রত্যাশা অনুযায়ী নেই। এসব নিয়ে নানা সমালোচনা নিয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার কোন মন্তব্য করেননি। তবে নির্বাচন কমিশনার কমিশনার আহসান হাবীব খান জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বয় আছে কমিশনের মধ্যে।