ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে বেলজিয়াম যাওয়ার পথে বিমানে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় যাত্রী ও ক্রুদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে বেশ উৎফুল্ল ও বিস্মিত ছিলেন বিমানের সাধারণ যাত্রীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি মঙ্গলবার (২৪শে অক্টোবর ২০২৩) রাতে ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে বিমানের যাত্রী ও ফ্লাইট ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন। সাংবাদিক ইয়াসিন কবির জয় তার ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকা বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শিশুদের পরম মমতায় কোলে তুলে নেন ও আদর করেন। বিমানে ঘুরে ঘুরে সবার সঙ্গে কথা বলেন এবং ছবি তোলেন। এসময় প্রধানমন্ত্রীকে পাশে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কয়েকজন। উচ্ছ্বসিত কয়েকজন নারী যাত্রী প্রধানমন্ত্রীকে জড়িয়েও ধরেন।
এসময় বিমানে থাকা ছোট শিশুকে কোলে তুলে নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এমন ব্যবহারে ব্রাসেলসের পথে উড়ে চলা বিমানে বয়ে যায় আনন্দের ঢেউ। অনেকেই মোবাইল ফোন বা ক্যামেরা হাতে নেন ছবি তোলার জন্য।
অনেক যাত্রীকে ছবি ও সেলফি তুলতে দেখা গেছে, মহিলারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলিঙ্গন করেন।
এভাবে বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটির (বিজি ২০৭) আইল ধরে হেঁটে গিয়ে আবার নিজ আসনের কাছে ফেরেন সরকারপ্রধান।