জাতিসংঘের প্রতিনিধিদের ভিসা দেয়া বন্ধ করবে বলে জানিয়েছে ইসরাইল। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মন্তব্যের জেরে সংস্থাটির সব কর্মকর্তা ও প্রতিনিধিদের ভিসা বাতিলের হুমকি দিয়েছে তেল আবিব।
জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান মঙ্গলবার (২৪শে অক্টোবর) সংবাদমাধ্যম আর্মি রেডিওকে এমনটি জানিয়েছেন।তিনি বলেন, মহাসচিবের মন্তব্যের কারণে আমরা জাতিসংঘের প্রতিনিধিদের ভিসা দিতে অস্বীকৃতি জানাব। খবর দ্য টাইমস অব ইসরাইল।
এর আগে, জাতিসংঘ মহাসচির জানান, ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার হয়েছের ফিলিস্তিনিরা। তারা তাদের মাতৃভূমিকে ইহুদী বসতিতে পরিণত হতে এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছে। থমকে দেওয়া হয়েছে তাদের অর্থনীতিকে। এই মানুষগুলো বাস্তুচ্যুত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে তাদের ঘরবাড়ি। তাদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশা ধূলিসাৎ হয়ে গেছে। আর দীর্ঘদিনের ক্ষোভের কারণে ইসরাইলে হামলা চালিয়েছে হামাস।
এরপরই ক্ষিপ্ত হয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরাইল। তাৎক্ষণিক জাতিসংঘের মহাসচিবের পদত্যাগ দাবি করেছেন তারা। দেশটির পক্ষে এ দাবি তুলেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি দূত গিলাড ইরদান।