বিএনপি-জামায়াতের হরতাল নৈরাজ্যের প্রতিবাদে আজ সারাদেশে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ রোববার (২৯শে অক্টোবর) দুপুর একটায় বঙ্গবন্ধু এভিনিউতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল শনিবার দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সহিংস হয়ে উঠছে দেশের রাজনীতি। শনিবার ঢাকায় বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী বাংলাদেশের সমাবেশকে ঘিরে দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর রাজনৈতিক সহিংসতা দেখলো ঢাকাবাসী।

শনিবারের এই রাজনৈতিক কর্মসূচিগুলো নিয়ে জনমনে সহিংসতার শঙ্কা ছিল। সেটিই সত্য হয়ে ওঠে। শনিবার রাজধানীর কাকরাইল, নয়াপল্টন, সেগুনবাগিচা, বিজয়নগরসহ পুরো নগরীতে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগ। সহিংসতার ঘটনায় মহাসমাবেশ স্থগিত করেছে বিএনপি। তারা আগামীকাল সারাদেশে হরতালের ডাক দিয়েছে। এবার বিএনপির হরতাল প্রতিহতে শান্তি সমাবেশের ঘোষণা দিলো আওয়ামী লীগ।

বিএনপির ডাকা হরতালের বিরোধিতা করে ওবায়দুল কাদের বলেন, “নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। হরতাল যে অস্ত্র, তা ভোঁতা হয়ে গেছে। এ অস্ত্র কোনো কাজ হবে না।”

তিনি আরও বলেন, “যারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে, পুলিশকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে। তাদের ছাড় দেওয়া হবে না।”

ক্ষমতাসীন দলের এই শীর্ষ নেতা বলেন, “বিএনপি যে নোংরা খুনি সন্ত্রাসী দল, তাদের সেই পুরোনো চেহারা আবার জাতির সামনে তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে।”