দেশের সবচেয়ে বড় কাপড়ের পাইকারি হাট নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত।

তিনি বলেন, এখনো পর্যন্ত সাত থেকে আটটি দোকান পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

ফায়ার সার্ভিস ঢাকা সেন্ট্রালের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ঘটনাস্থলে মাধবদীর দুইটি, নরসিংদীর দুইটি, পলাশের দুইটি, পূর্বাচলের একটি, আড়াইহাজারের দুইটি ও মনোহরদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মরত রয়েছে। আগুন আরও ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। তবে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি বা কতটি দোকান ঘর পুড়েছে তা জানা সম্ভব হয়নি।

এদিকে, বাবুরহাটের কাপড় ব্যবসায়ীরা জানান, এখন পর্যন্ত ২০-২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অবশ্য তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তারা।