সাবমেরিন কেবল আপগ্রেডেশনের জন্য আজ মধ্যরাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুই দিন ইন্টারনেট সেবা আংশিকভাবে সংযোগ বিচ্ছিন্ন থাকবে।  দুই ধাপে ১০ ঘণ্টা করে ২০ ঘণ্টা ইন্টারনেট সেবায় আংশিক বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে।

রোববার (২৯শে অক্টোবর) বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির (বিএসসিপিএলসি) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্বএশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ ৪ (সি-মি-উই ৪) সাবমেরিন কেবলের মাধ্যমে কক্সবাজারে স্থাপিত সার্কিটগুলো সোমবার মধ্যে রাত থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টা করে ২০ ঘন্টা আংশিকভাবে সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

বিএসসিপিএলসি ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহমেদ জানান, কিছু গ্রাহকের ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। তবে সি-মি-উই ৫ চালু থাকায় ইন্টারনেট সেবা আংশিক বিঘ্ন হবে।