বিএনপি ও তাদের জোটের দেয়া অবরোধ জনগণ মানবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অবরোধের নামে বিএনপি যেনো সরকারের মেগা প্রকল্পগুলোতে হামলা করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশও দিয়েছেন তিনি।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

নিজেদের মধ্যে কোন্দল না করে ঐক্যবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি নিদের্শনাও দেয়া হয় এই যৌথ সভায়।

এ সময় ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে কে আসলো, কে আসলো না তা দেখার বিষয় না। বিএনপির লক্ষ্য নির্বাচন বানচাল করা, নির্বাচনে অংশ নেয়া নয়। সন্ত্রাস ছাড়া বিএনপি কিছু বুঝে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।