ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলা, গণহত্যা ও মানবাধিকার লংঘনের ঘটনায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উত্থাপিত নিন্দা প্রস্তাবে আলোচনায় অংশ নেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আলোচনায় অংশ নিয়ে আবারও যুদ্ধ বন্ধের আহŸান জানান। তিনি বলেন, ন্যায্য দাবি মেনে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করাই এই সংঘাতের একমাত্র সমাধান।

সংসদে কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় সোমবার সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব উত্থাপন করেন সরকারি দলের সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী । প্রস্তাবে, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের নৃশংস গণহত্যা ও মানবাধিকার লংঘণের তীব্র নিন্দা জানানো হয়।

প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সিনিয়র সদস্যরা গাজায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলা ও হত্যার নিন্দা জানানোর পাশাপাশি এ নিয়ে বিএনপি জামাতের ভূমিকারও সমালোচনা করেন।

আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও যুদ্ধ বন্ধের আহŸান জানান। বলেন, খাবার, ওষুধ পাঠালেও তা পৌঁছাচ্ছেনা ফিলিস্তিনিদের কাছে। তাদের সেবা পৌঁছে দেয়ার পথ খুলে দেয়ার আহŸান জানান প্রধানমন্ত্রী।

পরে প্রস্তাবটি সর্বসম্মতভাবে সংসদে গৃহীত হয়।