আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বিএনপি কার্যালয়ে ইংরেজিতে বক্তব্য দেয়া জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরাফিকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আলী হায়দার।

এর আগে, সোমবার দুপুরে তাকে থানা হাজত থেকে আদালতে নেয় পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৮শে অক্টোবর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আমেরিকা প্রবাসী আরাফি। সংবাদ সম্মেলনে বিএনপির কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

এ ঘটনায় গতকাল রোববার পল্টন থানায় মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে আরাফিসহ তিনজনকে আসামি করে মামলা করেন। এরপর ওইদিনই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ।