প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি যে সন্ত্রাসী দল তা আবার প্রমাণ করেছে। তিনি বলে সরকার বিএনপির কোন কর্মসূচিতে বাঁধা দেয়নি। কিন্তু ২৮শে অক্টোবর তারা যেভাবে পুলিশের ওপর হামলা করেছে, সাংবাদিকদের মেরেছে, এমনকি হাসপাতালে ঢুকে হামলা করেছে তা ধিক্কার পাওয়ার কাজ।
গণভবনে আজ গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ গ্রহণ নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন ইসরাইলের মত তারা হামলা করছে হাসপাতালে। তাদের সাথে ইসরাইলের কোন পার্থক্য নেই। তাদের এই আচরণের জন্য তারা মানুষের কাছ থেকে শুধু ধিক্কার পাচ্ছে।
তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে এখন পালিয়ে গিয়ে অবরোধ ডেকেছে। বিএনপি-জামায়াত কখনো নির্বাচন চায় না। অস্বাভাবিক পরিস্থিতি চায় তারা বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামে যখন নদীর নিচে টানেল উদ্বোধন করা হচ্ছিল তখন বিএনপির সন্ত্রাসীরা পুলিশ, সাংবাদিকদের ওপর হামলা চালায়।
তিনি বলেন ‘আমরা এই ঘটনার নিন্দা জানাই’ । সন্ত্রাসীদের শিক্ষা দিতে হবে, এটাই সরকার দেবে।’
সংলাপ প্রসঙ্গে তিনি জানতে চান খুনীদের সঙ্গে কিসের আলোচনা? দেশের মানুষ তাদের ঘৃণা করে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন সময় মত নির্বাচন হবে। কেউ নির্বাচন আটকাতে পারবে না। এসময় তিনি বলেন, যারা আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের নকল উপদেষ্টাদের নিয়ে বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করেছে তাদের ধরা হবে।