প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনীদের সাথে সংলাপ চাইবেনা দেশের মানুষ। দেশের মানুষ তাদের ঘৃণা করে।

আজ, গণভবনে সংবাদ সম্মেলনে সংলাপ নিয়ে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস এর একটি বক্তব্য নিয়ে, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন।

‘খুনীদের সাথে কিসের বৈঠক? কিসের আলোচনা? সে (মার্কিন রাষ্ট্রদূত) বসে ডিনার খাক, সে আলোচনা করুক। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ এটা মনে রাখা উচিত। খুনীদের সাথে ডায়লগ চাইবেনা দেশের মানুষ।’

এসময় তিনি প্রশ্ন তুলেন সাংবাদিক নির্যাতনের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সাংদিকদের সংগঠন তারা চুপ কেন? দেশীয় সংগঠনগুলো চুপ কেন?

তিনি বলেন ইসরাইলের মত তারা হামলা করছে হাসপাতালে। তাদের সাথে ইসরাইলের কোন পার্থক্য নেই। তাদের এই আচরণের জন্য তারা মানুষের কাছ থেকে শুধু ধিক্কার পাচ্ছে।