বিশ্বকাপ ক্রিকেটে বড় জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা। পুনেতে কুইন্টন ডি কক ও ভ্যান ডার ডুসেনের বিস্ফোরক ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ১৯০ রানের ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। আগে ব্যাট করে ৪ উইকেটে ৩৫৭ রান তোলে প্রোটিয়ারা। জবাবে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৬৭ রানে। দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার ডুসেন ম্যাচ সেরা হন।

ভারত বিশ্বকাপের শুরু থেকেই দেখা যাচ্ছে এক ভিন্ন দক্ষিণ আফ্রিকাকে। প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিচ্ছে প্রোটিয়ারা। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে নিউজিল্যান্ডকে তছনছ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

আগে ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক ও ভ্যান ডার ডুসেনের তান্ডবে সীমানার বাইরে বল কুড়াতেই ব্যস্ত থাকে নিউজিল্যান্ডের ফিল্ডাররা। দু’জনের চার-ছক্কার বৃষ্টিতে রানের ফোয়ারা ফুটতে থাকে। তাতে বড় সংগ্রহের পথে এগুতে থাকে দক্ষিণ আফ্রিকা।

কিউই বোলারদের সাধারণ কাতারে নামিয়ে এবারের বিশ্বকাপে নিজের চতুর্থ সেঞ্চুরি পান ডি কক। নিজের শেষ বিশ্বকাপটা রান উৎসবে রাঙিয়ে যাচ্ছেন এই ব্যাটসম্যান। ১১৪ রানে তিনি আউট হলেও, ব্যাটিং তান্ডব থামেনি ভ্যান ডার ডুসেনের। ব্যাটের তান্ডবে ডুসেনও পান সেঞ্চুরি। শেষ দিকে ডেভিড মিলারের ঝড়ো হাফ সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩৫৭ রান।

পাহাড়সমান রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরু থেকেই প্রোটিয়া বোলারদের তোপের মুখে পড়েন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। কেশব মহারাজের স্পিনে মায়াজাল আর মারকো জানসেনের গতির আগুনে পুড়ে ছারখার হতে থাকে কিউই দল। গ্লেন ফিলিপস ৬০ রান করে ব্যবধান কমালেও, দলের পরাজয় এড়াতে পারেননি। নিউজিল্যান্ড অলআউট হয় ১৬৭ রানে।