লিবিয়ায় জগদীশ চন্দ্র দাস (৩৫) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। জগদীশ চন্দ্র দাস নোয়াখালী সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের সাহাজীরহাট দাস পাড়ার গোকুল চন্দ্র দাসের ছেলে।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল বাংলাদেশ সময় দুপুরে লিবিয়ার সাফা এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহতের বাবা গোকুল চন্দ্র দাস জানায়, ৬ বছর আগে জীবিকার তাগিদে লিবিয়ার সাফা এলাকায় যায় জগদীশ। সেখানে সে সবজিও নার্সারিতে বিভিন্ন ফল-ফুলের গাছ চাষ করত। কয়েক দিন আগে মালিকের ভাতিজার ছাগলের পাল জগদীশের নার্সারির প্রচুর গাছ নষ্ট করে। এ নিয়ে সে যে মালিককে অবগত করেম। বিষয়টি নিয়ে কিছু দিন আগে জগদীশ মালিকের ভাতিজাকে বিষয়টি জানালে সে ক্ষিপ্ত হয়ে উঠে।

এর জের ধরে, বৃহস্পতিবার দুপুরে মালিকের ভাতিজা তার কয়েকটি ছাগল খুঁজে পাচ্ছে না বলে অভিযোগ করে। পরবর্তীতে জগদীশ দুপুরে খেতে বসলে মালিকের ভাতিজা লোকজন নিয়ে জগদীশের ওপর অর্তকিত হামলা চালায়। এসময় তারা জগদীশকে গুলি করে হত্যা করে।

লিবিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

বৃহস্পতিবার রাতে লিবিয়ায় থাকা তার আরেক ছেলে (ছোট) সন্তোষ মোবাইলে তার বড় ভাই জগদীশের মৃত্যুর বিষয়টি আমাদের জানিয়েছেন বলে জানান গোকুল চন্দ্র দাস।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান বলেন, জগদীশের পরিবার থেকেই মৃত্যুর বিষয়টি জেনেছি।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, বিষয়টি আমাদের জানানো হয়নি। তবে, নিহতের পরিবার সহযোগিতা চাইলে আমরা সব ধরনের সহযোগিতা করব।