বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন দল গঠন নিয়ে যে খবর ছড়িয়েছে সেটি সঠিক নয়। শারীরিক কারণে শিগগিরই রাজনীতি থেকে অবসর নেবেন।

তিনি বলেন,  ৩১ বছর বিএনপির রাজনীতি করেছি। এই দলেই থাকার চেষ্টা করবো। এই দলের সদস্য হিসেবেই রাজনীতি থেকে বিদায় নিতে চাই।

বুধবার (৮ নভেম্বর) রাজধানীর বনানীতে নিজ বাসায় বিএনপিতে থাকা না থাকা এবং আগামী নির্বাচন ভাবনা নিয়ে নিজের বক্তব্য গণমাধ্যমে তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমেদ৷

তিনি বলেন, গতকাল তথ্যমন্ত্রীর একটি বক্তব্য দৃষ্টিগোচর হয়েছে। আমি শারীরিকভাবে অসুস্থ। গত কয়েক মাস সিএমএইচ ও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছি। আবারও সিঙ্গাপুর যাব।শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছি। বিএনপির রাজনীতি থেকেও অনেকটা দূরে।

মেজর হাফিজ বলেন, আমি অন্যদল গঠন করতে যাচ্ছি এমন বক্তব্য সঠিক নয়। আমি কোন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে বর্তমানে জড়িত নই। ৩১ বছর ধরে বিএনপির রাজনীতি করছি। অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর অনুপস্থিতিতে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। জিয়াউর রহমানের আদর্শের বাইরে যাওয়ার কারণে বিএনপি এত বছর ক্ষমতার বাইরে। বিএনপিতে সত্যি কথা বলার মত লোক এখন নেই, এটা বাস্তবতা।

তিনি আরও বলেন, ১৪ই ডিসেম্বর ২০২০ সালে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। সে সময় শওকত মাহমুদের সাথে কোনো যোগাযোগ ছিল না, এখনও নেই। অথচ আমাকে এসব অভিযোগে অভিযুক্ত হই। আমি সেসময় আমি আমার বক্তব্য তুলে ধরি। এটি আমি ডিজার্ভ করিনা। ৩১ বছর রাজনীতি করার পর আমাকে নিয়ে এমন অভিযোগ মেনে নিতে পারি না। ২৩ বছর ধরে আমি ভাইস চেয়ারম্যান। এখন স্থায়ী কমিটির দুজন ছাড়া সবাই আমার নিচে ছিল, সবাই উপরে উঠেছে। পদ পদবির জন্য আমি রাজনীতি করিনি।

বিএনপি এই নেতা আরও বলেন, আমি আমার এলাকার মানুষের সাথে আলোচনা করে রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত জানাবো। তিনি বলেন, বিএনপি’র এই নির্বাচনে যাওয়া উচিত। তত্ত্বাবধায়ক সরকারের উপর নির্ভর না করে বিকল্প পথ খুঁজে বের করা উচিত।