রাজধানীর বিমানবন্দর কাওলা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আরমান আলী (২৬) নামে সিভিল এভিয়েশনের এক গাড়িচালক নিহত হয়েছেন। ২০২২ সালে চাকরিতে যোগদান করেন তিনি। সোমবার (১৩ নভেম্বর) ছিনতাইকারীদের কবলে পড়েন আরমান। তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এক পর্যায়ে ছিনতাইকারীরা আরমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত ৮টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরমানের সহকর্মী জাহিদুল ইসলাম বলেন, আরমান সিভিল এভিয়েশনের গাড়িচালক। অফিস ছুটির পর বাসায় যাওয়ার পথে কাওলা রেললাইন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আরমান গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ধনারপাড়া গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে। বর্তমানে কাওলা এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।