রাজধানীতে বাজার মূল্যের চেয়ে অর্ধেক দামে চারটি নিত্যপণ্য বিক্রি করছে সরকার। টিসিবির কার্ডধারীদের বাইরে সাধারণ ক্রেতাদের জন্য বাণিজ্য মন্ত্রণালয় এই কার্যক্রম চালু করেছে। ঢাকার ৩০টি স্থানে টিসিবির ট্রাক থেকে এসব পণ্য কেনা যাবে। তবে এর আওতায় ফ্যামিলি কার্ডধারীরা অন্তর্ভুক্ত নয়। সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য সচিব।
তিনি জানান, তিনি বলেন, ট্রাকসেলে সবাই পণ্য কিনতে পারবেন। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৩০০ মানুষ পণ্য পাবেন। সেই হিসাবে ঢাকায় প্রতিদিন ৯ হাজার ক্রেতা ভর্তুকি মূল্যে চারটি নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। তবে স্থলবন্দর থেকে আলু ও পেয়াজ ছাড় করতে না পারায়, সব পয়েন্টে এই দুটি পণ্য দেয়া সম্ভব হচ্ছে না।
নতুন এই কার্যক্রমে ঢাকা শহরের ৩০টি স্থানে ৩০০ জন করে টিসিবির ট্রাক থেকে পণ্য কেনার সুযোগ পাবেন। এই কার্যক্রমে সয়াবিন তেল ২ লিটার ১০০ টাকা, মুশুর ডাল প্রতিকেজি ৬০ টাকা, পেঁয়াজ প্রতিকেজি ৫০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা দরে কিনছেন ভোক্তারা।
আপাতত রাজধানীতেই সীমাবদ্ধ থাকছে এই কার্যক্রম। পরে, অন্যান্য জেলায় চালু করা হবে।
বাণিজ্য সচিব জানান, আগামী দুই মাস এই কার্যক্রম চলবে। তবে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে খাদ্য শষ্যেরউৎপাদন বাড়ানোর ওপর জোর দেন তিনি।
আজ যেসব স্থানে টিসিবির ট্রাক রয়েছে:
খিলগাঁও রেলগেট, মুগদা মেডিকেল কলেজসংলগ্ন এলাকা, মালিবাগ রেলগেট, শনির আখড়া বাসস্ট্যান্ড, আজমপুর কাঁচাবাজার (উত্তরা), মতিঝিল বক চত্বর, ফকিরাপুল বাজার, সচিবালয়ের ৩ নম্বর গেটের সামনে, আবদুল্লাহপুর মোড়, বাংলাদেশ মেডিকেল কলেজ (ধানমন্ডি), আজিমপুর ছাপড়া মসজিদ, ভিক্টোরিয়া পার্ক এলাকা, সূত্রাপুর থানার পাশে, কারওয়ান বাজার টিসিবি ভবনের সামনে।