সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান সরকাবিরোধী আন্দোলনে পঞ্চম দফায় আজ বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদাভাবে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে।
বিএনপির এই যুগপত্ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে এই ৪৮ ঘণ্টার অবরোধের কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।
পঞ্চম দফার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে রাজধানীর সড়কে গাড়ির সংখ্যা বেড়েছে। অবরোধের অন্যান্য দিনের তুলনায় বাসসহ ব্যক্তিগত গাড়ির চাপ ছিল লক্ষ্যণীয়। গাড়িতে অফিসগামী যাত্রীও ছিল অনেক। সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের চলাচলও বেড়েছে। গাড়ির চাপে কোথাও কোথাও যানজটও দেখা যায়। তবে যাত্রীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, বর্তমান সরকারের পদত্যাগসহ নানা দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করছে বিএনপি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে নামা অন্য দলগুলোও একই কর্মসূচি পালন করছে।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার ভোর ছয়টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে সরকারবিরোধী দলগুলো।
ভোর থেকে অবরোধ শুরু হলেও গতরাতে রাজধানীতে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ২৮ অক্টোবরের পর শতাধিক গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এজন্য মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে।