নওগাঁয় কামাল আহমেদ (৫২) নামের বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে নওগাঁ পৌরসভার ইয়াদ আলীর মোড় এলাকায় হেলমেট ও মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত কামাল আহমেদ নওগাঁ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। এছাড়া তিনি নওগাঁ জেলার ট্রাক সমিতিরও সভাপতি ছিলেন।

নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. কামাল হোসেন জানান, হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে। তার শরীরের ঘাড়ে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাতে সান্তাহার রেলওয়ে জংশন থেকে অটোরিক্সা করে রজাকপুর নিজ বাড়িতে ফিরছিলেন কামাল আহমেদ। এসময় ৩টি মোটরসাইকেলে ৬-৭ জন যুবক তার পথরোধ করে। তারা কামাল আহমেদ কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।