ফিলিস্তিনের গাজায় আরও একটি হাসপাতাল ঘিরে রেখে এর আশপাশে বোমাবর্ষণ চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এতে হাসপাতল চত্ত্বরে ৮ জন নিহত হয়েছে। বন্ধ হয়ে গেছে হাসপাতালটির জেনারেটর। এদিকে, আল-শিফা হাসপাতালে হামাসের দীর্ঘ একটি টানেল পাওয়া গেছে, ইসরাইল এমন দাবি করলেও তা অস্বীকার করেছে হামাস ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় সব হাসপাতালই বন্ধ হয়ে গেছে। যে দু’একটি হাসপাতাল চালু আছে সেগুলোতেও হামলা চালাচ্ছে ইসরাইল। গাজার একটি ইন্দোনেশিয়ান হাসপাতাল ঘিরে রেখেছে ইসরাইলি বাহিনী। বোমাবর্ষণে হাসপাতল চত্ত্বরে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে হাসপাতলটির জেনারেটর বন্ধ হয়ে গেছে। হাসপাতালের কর্মীরা জাতিসংঘ এবং রেড ক্রসের কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে। গাজার উত্তরাঞ্চলের এই একটি মাত্র হাসপাতালেই চিকিৎসা সেবা চালু রয়েছে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আল-শিফা হাসপাতালে এখনও দুই শতাধিক রোগী আটকে আছে। ইসরাইলের দাবি, আল-শিফা হাসপাতালে হামসের একটি দীর্ঘ টানেল রয়েছে। ইসরাইলের সেনাবাহিনী তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে টানেলের একটি ভিডিও প্রকাশ করলেও এ দাবি প্রত্যাখ্যান করেছে হামাস ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

যুদ্ধবিধ্বস্ত গাজার বেসামরিক নাগরিকদের জন্য দ্বিতীয় বার ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছে, সামরিক বিমানে গাজায় ৩২ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। অন্যদিকে মুসলিম দেশগুলোকে ইসরাইলের সাথে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় বেইজিং।

গত ৭ই অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলের হামলায় ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আর সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা কমিটি ট্যু প্রটেক্ট জার্নালিস্ট-সিপিজে জানিয়েছে, এ যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছে ৪৮ সাংবাদিক।