দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি ও জমার শেষ দিন আজ। সকাল থেকেই রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আ.লীগ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন মনোনয়ন প্রত্যাশীরা। আজ বিকাল চারটা পর্যন্ত চলবে এই কার্যক্রম।
এর আগে সোমবার (২০শে নভেম্বর) তৃতীয় দিনে আগ্রহী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৭৩৩টি। এদিন মনোনয়ন ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। সরাসরি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৭০৯টি। আর অনলাইনে বিক্রি হয়েছে ২৪টি। আওয়ামী লীগের দপ্তর থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।
দ্বিতীয় দিনে আগ্রহী প্রার্থীদের মধ্যে মোট ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। আর প্রথম দিন বিক্রি হয়েছে ১ হাজার ৬৪টি।
গত ১৮ই নভেম্বর শনিবার থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এ নিয়ে তিন দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে মোট ৩ হাজার ১৯টি। এ থেকে দলটির মোট আয় হয়েছে ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।
উল্লেখ্য, আগামী ৩০শে নভেম্বর নির্বাচন কমিশনে প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময়। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের দাম নেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা।