ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত ও কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন । বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তার ধারে বোমা বিস্ফোরণ ও বন্দুকধারীদের হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। শুক্রবার (০১ ডিসেম্বর) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, আমরানিয়াহ শহরের কাছে স্থানীয় এক এমপির আত্মীয়দের লক্ষ্য করে দুটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এই সময় স্নাইপার দিয়েও তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়। হামলার কারণ এখনও জানা যায়নি। হামলার পর আমরানিয়াহ শহরে কারফিউ জারি করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।