শেরপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও একজন। শনিবার সন্ধ্যায় জেলার শ্রীবরদীর ষাটকাকড়া ও নবীনগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শ্রীবরদী উপজেলার রানীশিমুল সিংগার ভিটার ২১ বছর বয়সী লাভলু, ঝিনাইগাতী উপজেলার তারাগাও বটতলার ২৩ বছর বয়সী মেহেদী এবং পৌরশহরের নওহাটার বাসিন্দা ফারুক হোসেন। তিনি গাজিরখামার ইউনিয়ন ভূমি অফিসের নায়েব।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিক জানান, শনিবার সন্ধ্যায় লাভলু ও মেহেদীসহ তিনজন একই মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়। মোটরসাইকেলটি ষাটকাকড়া এলাকায় একটি মোড় ঘুরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই লাভলু ও মেহেদী নিহত হন।
তিনি আরও জানান, আহত হয় আবু হানিফ নামে এক শিশু। শিশুটিকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীবরদী উপজেলা হাসপাতালে ভর্তি করে। শিশুটি এখন শ্রীবরদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি জানান, দুজনের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।