কক্সবাজারের চকরিয়ায় বাস চাপায় দুই শিশু নিহত হয়েছে, তার সম্পর্কে ভাই-বোন। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টায় ঢাকা-কক্সবাজার মহাসড়কের মালুমঘাটে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (৮) ও সাবা রহমান (৬) স্থানীয় মালুমঘাট মাইজপাড়ার সৌদি প্রবাসী নাছির উদ্দিনের সন্তান।

পুলিশ জানায়, সকালে কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস মহাসড়কের চকরিয়া ডুলাহাজারা এলাকায় আবদুর রহমান ও সাবাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তারা । খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে মালুমঘাট হাইওয়ে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে, শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ থেকে সরে আসে তারা।