মনোনয়ন ফিরে পেতে বৃষ্টি উপেক্ষা করে নির্বাচন কমিশনে ভিড় জমিয়েছেন বাদ পড়া প্রার্থীরা। আপিলের জন্য নির্ধারিত সময়ের তৃতীয়দিনেও স্বতন্ত্র প্রার্থীদের আবেদনই জমা পড়ছে বেশি।
প্রার্থীতা ফিরে পেতে আগ্রহীরা বলছেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রার্থীদের কাজপত্রের সমস্যা সমাধানের জন্য একটি বুথ থাকলে এখন ছোটাছুটি করতে হতো না। তারা আশাবাদী, উচ্চ আদালতে যাওয়ার প্রয়োজন হবে না, কমিশন থেকেই প্রার্থীতা ফিরে পাবেন এবং ভোটের মাঠেও জয়ী হবেন।
দু’দিন পরিপাটি থাকলেও তৃতীয় দিনে বৃষ্টির কারণে বেহাল অবস্থা নির্বাচন ভবনে থাকা প্রার্থীদের আপিলের বুথগুলোর। তবে বৃষ্টিকে তোয়াক্কা না করেই প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির বাদ পড়া প্রার্থীরা।
তারা বললেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় কাগজপত্র নিয়ে যে সমস্যা দেখা দিয়েছিল, তার সমাধানে একটি বুথ খোলা থাকলে তখুনি সমাধান হয়ে যেত। প্রার্থীতা বাতিল হওয়ায় নির্বাচনী প্রস্তুতিতে সমস্যা হওয়ার কথাও জানালেন তারা।
মনোনয়ন ফেরত পেতে গেলো দু’দিনে আপিল করেছেন মোট ১৮৩ জন প্রার্থী। আগামী ৯ই ডিসেম্বর শনিবার পর্যন্ত চলবে আপিল গ্রহণ।