দেশে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে প্রথমবার যুক্ত হলো নারী ফায়ার ফাইটার। আজ বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) ১৫ জন নারী সদস্যকে নিয়ে প্রথম ব্যাচের কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে দুপুরে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিসের ট্রেনিং সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন স্থাপন করা হয়েছে। তারপরও যেখানে প্রয়োজন সেখানে আরও ফায়ার স্টেশন নির্মাণ কাজ চলছে। চাহিদা অনুযায়ী আমাদের ফায়ার সার্ভিসে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ফায়ার সার্ভিসকে সমৃদ্ধ করা হচ্ছে অত্যাধুনিক সরঞ্জামাদি দিয়ে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ফায়ার সার্ভিসের সেবা চ্যালেঞ্জিং। শুধু চ্যালেঞ্জিং নয়, সব সময় যেকোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়। হঠাৎ অগ্নিকাণ্ড বা ভূমিকম্প হতে পারে। যেকোনও কিছু মোকাবিলার জন্যই তাদের প্রস্তুত থাকতে হয়। আগুন লাগলে অগ্নিসেনাও দগ্ধ হতে পারেন। অনেক ক্ষেত্রে আমাদের ফায়ার ফাইটারদের অগ্নিদগ্ধ হতে দেখেছি, আহত হতে দেখেছি।’

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সেবা সম্প্রসারণে আমরা নারীদের নিয়োগ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা দেখেছি, পুলিশ বা বিজিবি যেখানেই নারীদের নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে সাহসিকতার সঙ্গে তারা ভালো কাজ করছেন। ফায়ার সার্ভিসে প্রথমবারের মতো নিয়োগ পাওয়া নারী ব্যাচের সদস্যরা আরও ভালো করবেন বলে আমরা প্রত্যাশা করি।

ফায়ার

তিনি আরও বলেন, দেশের নারীরা সকল সেক্টরে ভালো করছে। বিশ্বের অনেক দেশেই ফায়ার ফাইটার হিসেবে নারী সদস্য নেই। এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই নারী সদস্যরা। তারা অগ্নিনির্বাপণসহ  প্রতিটি দূর্যোগকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলেও জানান মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন– স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (ফায়ার উইং) মোসাম্মাৎ শাহানারা খাতুন  ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।

sagor- (56)

ফায়ারফাইটাররা হিসাবে নিয়োগ পেয়েছেন যারা:   চলতি বছরের ২০ জুন ফায়ারফাইটার পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ফায়ারফাইটার (মহিলা) পদে ২ হাজার ৭০৭ জন আবেদন করেন। এরমধ্যে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই শেষে ১৫ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে নিয়োগ দেওয়া হয়। সিভিল সার্জনের সুস্থতার সনদপত্রসহ তাঁরা এই পদে যোগদান করেন। ইতিপূর্বে ফায়ার সার্ভিসে অফিসার পদে নারী কর্মকর্তা যোগদান করলেও ফায়ারফাইটার পদে এবারই প্রথম।

ফায়ারফাইটার পদে নিয়োগপ্রাপ্তরা হলেন, মাজেদা খাতুন, পাপিয়া খাতুন, পিংকি রায়, মাইমুনা আক্তার, রিমা খাতুন, মেহেরুন্নেছা মিম, আরজুমান আক্তার রিতা, মিশু আক্তার, ঝর্না রানী পাল, কাকুলী খাতুন, ইসরাত জাহান ইতি, নাজমুন নাহার, ইয়াসমীন খাতুন, রুজিনা আকতার ও প্রিয়াংকা হালদার।