মানবাধিকার দিবস সামনে রেখে বিএনপি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় তথ্যমন্ত্রী বলেন, মানবাধিকার এখন ব্যবসায় পরিণত হয়েছে। তবে মানবাধিকারের কথা বলে কোন কোন দেশকে দমিয়ে রাখার অপচেষ্টা করা হয়।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকসহ সিনিয়র সাংবাদিকরা। পরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী।