উত্তরাঞ্চলে জেকে বসেছে শীত। রাতভর পড়ছে কুয়াশা। ভোর পেরিয়ে সকাল হলেও মিলছে না কাঙ্ক্ষিত সূর্যের তাপ। উত্তরের জেলা কুড়িগ্রামে শীত সবথেকে বেশি। শীতে কাবু দিনাজপুর জেলার মানুষও। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়াতে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ মোবাইল এ তথ্য নিশ্চিত করে জানান, ‘চলতি মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এমনকি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রাও তেঁতুলিয়ায়। গতকাল সোমবার রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।’

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আর দিনের তাপমাত্রা প্রায় আপরিবর্তিত থাকতে পারে। এদিকে, এই সপ্তাহের শেষর দিকে শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

এদিকে, ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ৬ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল শুরু হয়েছে।