দেশের আরও ১২টি অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে বিজ্ঞপ্তিটি মন্ত্রণালযয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তির অনুলিপি তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসারসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আরও ১২টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে।
আরও জানানো হয়েছে, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেওয়া সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নিবন্ধনের অনুমতি পাওয়া অনলাইন পোর্টালগুলো হলো- দৈনিক এইদিন ডটকম, দেশের খবর ডটনেট, স্বাধীন আলো ডটকম, বাংলার চিঠি ডটকম, খুলনা টাইমস ডটকম, গিরিদর্পন ডটকম, দ্য পিপলস নিউজ টোয়েন্টিফোর, নারদবার্তা ডটকম, একাত্তর বাংলা ডটকম, নতুন কথা ডটনিউজ ও ডেইলি খবর টোয়েন্টিফোর ডটকম।
এসব অনলাইন নিউজপোর্টালকে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।