সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না। আজ রোববার (১৭ই ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সাভিস একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেন, বাংলাদেশের ভিত্তি মজবুত। এখানে ভয় দেখালে কোনো কাজ হবে না। দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পশ্চিমা দেশগুলের তৎপরতার বিষয়ে জানতে চাইলে এম জে আকবর এ কথা বলেন।

৭ জানুয়ারি নির্বাচনের পরে যুক্তরাষ্ট্র বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি তৈরি করতে পারে, এমন একটি বিবৃতি প্রকাশ করে বাংলাদেশে রাশিয়ার দূতাবাস। বিবৃতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘রাশিয়ানরা কী বলেছে সেটি আমাদের ইস্যু না। এটি তাদের জিজ্ঞাসা করেন। অনেকে অনেক ধরনের কথা বলবে। কিন্তু এটি তাদের ইস্যু। এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।’

আরব বসন্তের শঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার নিশ্চয়ই মনে হয় না এ ধরনের কোনও কিছুর সুযোগ আছে। কারণ, আমরা একটি গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনার কারণে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত আছে। আমরা ৭ জানুয়ারি নির্বাচন করবো। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখবো।’

রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানিয়েছে কিনা জানতে চাইলে উত্তেজিত হয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের কেউ জানায়নি। এগুলো আপনাদের মিডিয়াতে আমরা শুনি। আমাদের কাছে কেউ এগুলো বলেনি।…আমরা চাই না কোনও ধরনের সমস্যায় কেউ আমাদের টেনে নিয়ে যাক। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে যাচ্ছি। এছাড়া আমরা একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখছি। বাকি কিছু আমরা জানি না।’

কোনও সুপার পাওয়ার আমাদের ম্যানিপুলেট করবে– এমন ধরনের কোনও খবর আমাদের কাছে নেই জানিয়ে তিনি বলেন, ‘আমরা আগেও হামলা, মামলা ও অগ্নিসন্ত্রাস ম্যানেজ করেছি। কিছু দুষ্ট লোক গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচাল করার জন্য, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা এসব অপকর্ম করছে। বাংলাদেশের জনগণ এটি প্রতিহত করবে।’