নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, দেশের সব জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। নির্বাচনের ভালো পরিবেশ থাকায় প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৪টি জেলা ঘুরে এসে বুধবার (২০ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এসময় নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, নাশকতা ও সহিংসতা যা হচ্ছে তা খুবই নগণ্য। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। বিচ্ছিন্ন এসব সহিংসতায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। ভোট কেন্দ্রে অনিয়ম হলে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
বিএনপি নির্বাচনে আসলে পুনঃতফসিলের সুযোগ আছে কিনা সাংবাদিকদে;র এমন প্রশ্নে ইসির এই কর্মকর্তা বলেন, রিশিডিউল করার সময় অতিক্রান্ত হয়ে গেছে। এখন আর সুযোগ নেই।
লোকাল প্রশাসনের ভালো প্রস্তুতি আছে। ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনা আছে। উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
নির্বাচনে অংশ নেয়া বা না নেয়ার রাজনৈতিক অধিকার আছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর। ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দিতেও নিষেধ করতে পারে কেউ, তবে তা শান্তিপূর্ণ ভাবে করতে হবে। সহিংসতা করে নয়।