বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ১৪৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন বিজিবি। রোববার (২৪শে ডিসেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ১৬ প্লাটুনসহ সারাদেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গত ২০ ডিসেম্বর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চার দিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে ২১, ২২, ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি এবং ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি দেওয়া হয়।
এর আগে গতকাল রাতে রাজধানীর তিনটি স্থানে গাড়িতে আগুন দেয়া হয়েছে। শনিবার রাত ৯টায় গুলিস্তান টোল প্লাজার পাশে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এরপর মিরপুর-১৩ নম্বরে কৃষি ব্যাংকের সামনে একটি বাসে আগুন দেয় অবরোধ সমর্থনকারীরা। রাত পৌনে ১১টায় কলাবাগান বাস স্ট্যান্ডের সামনে আরও একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধকারীরা। তবে এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।