আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধীদল কারা হবে- আওয়ামী লীগের কাছে এটা জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমরা ইইউ প্রতিনিধিদলকে বলেছি, নির্বাচনের ফলাফলে বলে দেবে বিরোধীদল কারা হবে। তবে নির্বাচনের টার্ন আউট সন্তোষজনক হবে। কারণ, নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ আছে। সারাদেশের ভোটারদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত বিষয় লক্ষ্য করা যাচ্ছে, তাতে টার্ন আউট নিয়ে আমাদের উদ্বেগের কোনো কারণ নেই।

ওবায়দুল কাদের বলেন, ইইউ প্রতিনিধিদলকে আমরা জানিয়েছি, পাঁচ বছর পর পর নির্বাচন করার একটা সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য নির্বাচনের আয়োজন করা হয়েছে। এখানে ২৭টির মতো দল অংশগ্রহণ করেছে, এক হাজার ৮৯৬ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। এসব বিষয় তারা পজিটিভলি নিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা সহিংসতার বিষয়ে কথা বলছেন। আমরা বলেছি, বিএনপি সহিংসতা করছে, শান্তিপূর্ণ নির্বাচনকে তারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে। এ ছাড়া নির্বাচন কেমন হবে, কতটুকু সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, ফলাফল সবাই মেনে নেবে কিনা, আইনশৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত সেসব নিয়ে অনেক কথা হয়েছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীরা কি শুধু আওয়ামী লীগের লোক কি না, সেটা তারা জানতে চেয়েছে। আমরা বলেছি, বাইরের লোকও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। অনেকে বিএনপি থেকে এসেও স্বতন্ত্র নির্বাচন করছেন। সব স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের না।