খ্রিষ্টীয় নতুন বছর বরণ ও থার্টিফার্স্ট নাইটকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধানমন্ডি, গুলশান, বনানী ও ৩শ ফিট এলাকাসহ রাজধানীর বিভিন্ন পয়েন্ট ও মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। সন্দেহ হলে করা হচ্ছে তল্লাশি। রেল ও মেট্রোরেল স্টেশনেও নজরদারি রাখা হয়েছে। বর্ষবরণের রাতে আতশবাজি, পটকা ও ফানুস উড়ানোসহ উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা থেকে বিরত থাকতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

২০২৩ সাল বিদায় নেয়ার পথে, খ্রিষ্টীয় নতুন বছর শুরু হতে অপেক্ষা কয়েক ঘন্টার। ঘড়ির কাটায় রাত ঠিক ১২টা বাজলেই নতুন বছরকে স্বাগত জানাতে মেতে উঠবে পুরোদেশ। বর্ষবরণ উদযাপনকে ঘিরে রাজধানীতে রয়েছে নানা আয়োজন। গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা উজ্জ্বল হয়েছে আলোকসজ্জায়।

তবে সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিতে বর্ষবরণের রাতে আতশবাজি, পটকা ও ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে পুলিশ সদর দপ্তর। উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা থেকে বিরত থাকতেও বলা হয়েছে।

বর্ষবরণকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চেকপোস্ট বসানো হয়েছে নগরীর বিভিন্ন স্থানে। সন্দেহ হলে করা হচ্ছে তল্লাশি। বিশেষ নজরদারি চালানো হচ্ছে গুলশান, বনানী, ধানমন্ডি এলাকায়। পুলিশের সতর্ক অবস্থান থাকছে ৩শ ফিট এলাকাও।

ঢাকার কমলাপুর, তেজগাঁও রেলস্টেশন ও মেট্রোরেল স্টেশনে তল্লাশি চালিয়েছে বিজিবি। সংস্থাটি জানিয়েছে, বর্ষবরণকে ঘিরে যে কোন ধরণের নাশকতা এড়াতে কার্যক্রম চালাচ্ছে তারা।