জনগণের ভোটে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার (৭ই জানুয়ারি) সকাল ৮টায় ঢাকার সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কেবল আওয়ামী লীগই কাজ করেছে। নির্বাচন সুষ্ঠু হবে। সকলকে ভোটকেন্দ্রে আসার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, ভোট নিয়ে ছিনিমিনি খেলা তাদের চরিত্র।