ভোলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনে নৌকার প্রার্থী বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ ভোলার বাংলা স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেয়ার আহবান জানিয়েছেন তিনি।
এসময় তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, বিএনপি ভোট বর্জনের আহবান জানালেও জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি।
ভোলার ৪টি আসনে উৎসবের আবহেই ভোট চলছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।