দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
আজ রোববার (৭ই জানুয়ারি) রাজধানী কবি নজরুল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আইজিপি বলেন, সাধারণ ভোটাররা নির্বিঘেœ ভোট দিতে পারছেন। ভোট প্রদানে কেউ বাধা দিয়ে নাশকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।