চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭ই জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে নগরের চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিএনপি নেতাকর্মীরা ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করে। তারা সড়কে টায়ার জ্বালিয়ে নির্বাচন বর্জনের ডাকে বিক্ষোভ করেন। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে বিএনপি নেতা কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।