প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দলীয় সরকারের অধীনে হলেও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে জানিয়ে তিনি বলেন, এটা প্রাথমিকভাবে জানা গেছে, তবে চূড়ান্ত নয়।
রোববার (৭ই জানুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ভোটের জন্য সরকারের সহযোগিতা পাওয়া গেছে। ভোট ভাল হয়েছে। গুরুতর সহিংসতা হয়নি। অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। একজন প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছে। নির্বাচনী সহিংসতায় মৃত্যু না হওয়া স্বস্তিদায়ক। ভোট কারচুপি ও সিল মারার অভিযোগ যেগুলো এসেছে সেগুলোর ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে।
নির্বাচনে একটা শঙ্কা ছিলো ভোটার উপস্থিতি কম হবে। একটি দল নির্বাচনে অংশ না নিয়ে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলো। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে নির্বাচন কমিশন চেষ্টায় কোন ত্র“টি রাখেনি।