আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার প্রমাণ করেছে সংবিধান অনুযায়ী অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করা যায়। তিনি বলেন, আজকের দিনটি নিঃসন্দেহে গণতন্ত্রের বিজয়ের দিন। এই নির্বাচনের মাধ্যমে গোটা বিশ্ব বাংলাদেশের জনগণের বিজয় প্রত্যক্ষ করবে। রোববার (৭ই জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা জানান। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সন্ধ্যায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। ভোট প্রদানে কোন ধরনের হস্তক্ষেপ কিংবা শক্তি প্রদর্শন করা হয়নি। এই নির্বাচনের নৌকার বিজয় হবে বলে মনে করি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে বাধা দিতে বিএনপি-জামাত নাশকতা ও আগুন সন্ত্রাস করেছে। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। গুজব, অপপ্রচার আর মিথ্যাচারে বিএনপি জামাতের জুড়ি নেই। মিথ্যাচার করে তারা বিভ্রান্ত করতে চেয়েছিল বিদেশী বন্ধুদের এবং দেশের মানুষকে।